শ্বশুরবাড়ি থেকে বাড়ি ফেরা হলো না সাতক্ষীরা পৌরসভার পানি সরবরাহ লাইনের কর্মী ওবায়দুল্লার (৫৮)। দ্রুতগামি একটি পরিবহন বাস কেড়ে নিল তার প্রাণ। আজ শনিবার সকালে সোয়া আটটার দিকে সাতক্ষীরা শহরতলীর বাইপাস সড়কের বকচরা চার রাস্তার মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
সাতক্ষীরা সদর থানার উপপরিদর্শক দেব কুমার সাহা জানান, সাতক্ষীরা পৌরসভার পানি সরবরাহ লাইনের কর্মী ওবায়দুল্লাহ তার শ্বশুরবাড়ি ছনকা গ্রাম থেকে সকালে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে বাইপাস সড়ক পার হওয়ার সময় বকচরা মোড়ে যশোর থেকে সাতক্ষীরাগামী একটি পরিবহন বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
তিনি আরও বলেন, স্থানীয় জনগণ ঘাতক পরিবহনটি আটক করে পুলিশে সোপর্দ করে। দুর্ঘটনা কবলিত বাস ও নিহত ওবায়দুল্লার ক্ষতিগ্রস্ত মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। তবে এ ঘটনায় পরিবহনের চালক ও সুপারভাইজার পালিয়ে গেছে। নিহত ওবায়দুল্লাহ সাতক্ষীরা শহরের জজ কোর্ট সংলগ্ন পলাশপোল সরকার পাড়ার ছবর আলীর ছেলে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ