নেত্রকোনায় বিক্ষোভ সমাবেশ কর্মসূচি পালন করেছে জেলা বিএনপি। দেশব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে শনিবার বেলা সাড়ে ১১ টায় নেত্রকোনা পৌর শহরের ছোট বাজারস্থ দলীয় কার্যালয়ের সামনে এ বিক্ষোভ সমাবেশ পালিত হয়।
জেলা বিএনপির আহ্বায়ক ডাক্তার আনোয়ারুল হকের সভাপতিত্বে ও সদস্য সচিব ডক্টর রফিকুল ইসলাম হিলালীর সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরফত আলী সপু।
অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপি নেতা কৃষিবিদ আব্দুল্লাহ আল মামুনসহ জেলা বিএনপির সকল অঙ্গ সহযোগী সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ।
এ সময় বক্তারা সারাদেশে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও হামলার প্রতিবাদ জানান। সেই সাথে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমিয়ে আনার দাবি জানান তারা।
এ সময় সমাবেশে বিভিন্ন উপজেলা বিএনপির নেতৃবৃন্দসহ যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা অংশগ্রহণ করে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন