শিরোনাম
২১ মে, ২০২২ ২১:৫২

‘দুর্নীতি-লুটপাটের কারণে পূর্ণিমার চাঁদ আজ ঝলসানো রুটি’

অনলাইন ডেস্ক

‘দুর্নীতি-লুটপাটের কারণে পূর্ণিমার চাঁদ আজ ঝলসানো রুটি’

অনুষ্ঠানে বক্তব্য রাখছেন সৈয়দ এমরান সালেহ প্রিন্স

পদ্মা সেতুতে দাঁড়িয়ে পূর্ণিমার চাঁদ দেখতে জনগণের প্রতি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের আহ্বান প্রসঙ্গে বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, পদ্মা সেতু দিয়ে যাতায়াতের সময় জনগণ সেতুতে আওয়ামী সরকারের দুর্নীতি-লুটপাটের কথা স্মরণ করবে। আর সরকারের ব্যর্থতা-ভুল নীতিতে অভাব-অনটনে নাভিশ্বাসে বিপর্যস্ত ক্ষুধার্ত জনগণের কাছে পূর্ণিমার চাঁদ আজ ঝলসানো রুটি ছাড়া কিছুই নয়।

শনিবার বিকেলে কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলা ও পৌর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

সম্মেলনেন তিনি আরও বলেন, যারা দুর্নীতি-লুটপাট করে আঙ্গুল ফুলে কলা গাছ হচ্ছে, তারা পূর্ণিমার চাঁদ দেখে মধুচন্দ্রিমা পালন করতে পারেন, মানবেতর জীবনযাপনকারী জনগণের কাছে এসব কথা উপহাস ছাড়া কিছুই নয়।

এমরান সালেহ প্রিন্স বলেন, সরকার দেশকে ডুবিয়ে নিজেরা ডোবার আগে প্রতিপক্ষকে ডুবিয়ে মারতে চাচ্ছে। জনগণের ক্ষুব্ধতা দেখে সরকার চরম টেনশনে। তাই প্রতিনিয়ত প্রলাপ বকছে।

প্রিন্স আরও বলেন, সরকারের ব্যর্থতা, দুর্নীতি-লুটপাট, অর্থ পাচার, ভুল নীতিতে দেশ ডুবিয়ে নিজেরাও ডুবতে বসেছে। এখন অন্যদেরকে ডুবানি-চুবানি দিয়ে দেশকে নেতৃত্বশূন্য করতে চান তারা।

তিনি বলেন, আওয়ামী লীগ কাউকে সম্মান দেখাতে পারে না। সম্মানিত ব্যক্তিদের সম্মানহানি করতে তাদের জুরি নাই।

বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর