গাজীপুর জেলা ও গাজীপুর মহানগর বিএনপির উদ্যোগে পৃথক বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে শহরের রাজবাড়ি সড়কের দলীয় কার্যালয়ের সামনে জেলা বিএনপি আয়োজিত সমাবেশ সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি ফজলুল হক মিলন। সাধারণ সম্পাদক শাহ রিয়াজুল হান্নানের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপি নেতা মো: মজিবুর রহমান, হুমায়ূন কবির খান, শাহজাহান ফকির প্রমুখ।
অপরদিকে সকালে একই স্থানে মহানগর বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন সাবেক এমপি বিএনপির কেন্দ্রীয় নেতা হাসান উদ্দিন সরকার। গাজীপুর মহানগর বিএনপির আহ্বায়ক সালাহ উদ্দিন সরকারের সভাপতিত্ব করেন।
বিডি প্রতিদিন/এএম