২৮ জুন, ২০২২ ১৮:৫৯

ঘোড়াঘাটে যক্ষ্মার ‘জিন এক্সপার্ট ল্যাবরেটরি’ উদ্বোধন

দিনাজপুর প্রতিনিধি

ঘোড়াঘাটে যক্ষ্মার ‘জিন এক্সপার্ট ল্যাবরেটরি’ উদ্বোধন

ঘোড়াঘাটে যক্ষ্মার ‘জিন এক্সপার্ট ল্যাবরেটরি’ উদ্বোধন

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাত্র ১ ঘণ্টা সময়ের মধ্যে যক্ষ্মা শরীরে আছে কি না, তা নির্ণয় করতে ‘জিন এক্সপার্ট ল্যাবরেটরি’ উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জিন এক্সপার্ট ল্যাবরেটরির উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা সিভিল সার্জন ডা. এ এইচ এম বোরহান-উল-ইসলাম সিদ্দিকী।

ঘোড়ঘাাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ তৌহিদুল আনোয়ারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন রংপুর বিভাগীয় টিবি এক্সপার্ট ডা. রানা চৌধুরী, জাতীয় যক্ষ্মা নির্মূল কর্মসূচির মেডিকেল অফিসার ডা. রাসেল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মনিরুজ্জামান মুরাদ, মেডিকেল অফিসার ডা. পার্থ জ্বীময় সরকার প্রমুখ।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর