ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর শিক্ষার্থীরা পেল বাইসাইকেলসহ শিক্ষাবৃত্তি। প্রথম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত উপজেলার ৬৮ জন শিক্ষার্থীকে দেয়া হয়েছে শিক্ষাবৃত্তি। আর ১০ জন নারী শিক্ষার্থী পেয়েছে বাইসাইকেল। বৃহস্পতিবার বোয়ালমারী উপজেলা পরিষদ হলরুমে প্রধানমন্ত্রীর কার্যালয়ের উদ্যোগে এই শিক্ষাবৃত্তি এবং বাইসাইকেল দেয়া হয়।
শিক্ষাবৃত্তি ও বাইসাইকেল প্রদান উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এম এম মোশাররফ হোসেন মুশা মিয়া। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোশারেফ হোসাইনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মুহাম্মদ আনোয়ার হোসেন, সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রাকিবুল হাসান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবু আহাদ প্রমুখ।
ইউএনও অফিসের কার্যালয় সূত্রে জানা গেছে, ১ম থেকে ৫ম শ্রেণির প্রত্যেক শিক্ষার্থীকে ২৪শ, ষষ্ঠ থেকে ১০ম শ্রেণির প্রত্যেক শিক্ষার্থীকে ৬ হাজার এবং উচ্চ মাধ্যমিকের প্রত্যেক শিক্ষার্থীকে ৯ হাজার ৬০০ টাকা করে দেওয়া হয়েছে।
বিডি প্রতিদিন/এএ