মাগুরায় দেশব্যাপী বিএনপি-জামায়াত জোটের অপপ্রচার, গুজোব, সন্ত্রাসী কর্মকান্ড ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে আজ সকালে আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠন শহরে বিক্ষোভ মিছিল করেছে।
মাগুরা-১ আসনের সংসদ সদস্য সাইফুজ্জামান শিখরের নের্তৃত্বে নোমানী ময়দান থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহর প্রদক্ষিণ শেষে সেখানে এসে শেষ হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল ফাত্তাহ, সাধারণ সম্পাদক পঙ্কজ কুন্ডু, সদর উপজেলা সভাপতি বাবুল ফকির, সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, পৌর আওয়ামী লীগের সভাপতি বাকি ইমাম, সাধারণ সম্পাদক মকবুল হাসান মাকুলসহ যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ। মাগুরা সদর ও শ্রীপুর উপজেলার ১০ হাজারের বেশি মানুষ এ বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন।
বিডি প্রতিদিন/হিমেল