র্যাব-৬ খুলনার একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে বিপুল পরিমাণ চাল মজুদের অভিযোগে বুধবার বিকালে বাগেরহাট শহরের নাগেরবাজার এলাকায় অশিত সাহা এন্ড ব্রাদার্স নামক চালের আড়ৎ এ মোবাইল কোর্ট পরিচালনা করে ১৫ হাজার টাকা জরিমানা আদায় করেছে। অবৈধ ভাবে মজুদ করা ১ লাখ ২ শত কেজি বিভিন্ন প্রকার চাল ২৪ ঘণ্টার মধ্যে খুচরা বাজারে বিক্রির নির্দেশ দেয়া হয়।
বুধবার সন্ধ্যায় র্যাব-৬ জানায়, বাগেরহাট শহরের নাগেরবাজার এলাকায় অশিত সাহা এন্ড ব্রাদার্স নামক একটি চালের আড়ৎ বিপুল পরিমান চাল মজুদ করেছে এমন সংবাদের ভিত্তিতে বিকালে বাগেরহাটের নির্বাহী ম্যাজিস্ট্রেটের সমন্বয়ে অভিযান চানানো হয়। এসময়ে চালের আড়ৎটিতে ১ লাখ ২ শত কেজি বিভিন্ন প্রকার চাল অবৈধ ভাবে মজুদ করা অবস্তায় পাওয়া যায়। মজুদকৃত চালের সাথে ক্রয়-বিক্রয় রেজিষ্টারের গড়মিল থাকায় অশিত সাহা এন্ড ব্রাদার্স এর মালিক অশিত সাহাকে কৃষি বিপণন আইনে ১৫ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন। অবৈধ ভাবে মজুদ করা চাল ২৪ ঘন্টার মধ্যে খুচরা বাজারে বিক্রির নির্দেশ দেয়া হয়।
বিডি প্রতিদিন/এএম