নেত্রকোনায় ট্রাফিক সপ্তাহ পালন উপলক্ষে প্রথম দিনে পথচারীদের সচেতন করে সতর্ক করা হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১টা থেকে ট্রাফিক সপ্তাহের উদ্বোধনীর মধ্য দিয়ে দিবসটি শুরু হয়। সপ্তাহের উদ্বোধন করেন পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদ।
এরপর টিআই মৃদুল রঞ্জন দাশের নেতৃত্বে মোহাম্মদ হাসান আলী ও মুহাম্মদ জহিরুল ইসলাম সোহাগ শহরের মোক্তারপাড়া মগড়া নদীর ব্রিজ থেকে সতর্ক কর্মসূচি শুরু করে। এদিকে শহরের রাজুর বাজার বাস টার্মিনাল এলাকায় ট্রাফিক সপ্তাহ উপলক্ষে নেত্রকোনা মডেল থানার ওসি খন্দকার শাকের আহমেদের নেতৃত্বে জনসচেতনতা কার্যক্রম শুরু করে।
পরে পারলা আন্তঃজেলা বাস টার্মিনাল, মদন, কেন্দুয়া আন্তঃউপজেলা বাস টার্মিনালসহ শহরের প্রতিটি মোড়ে মোড়ে ট্রাফিক পুলিশ হেলমেটবিহীন মোটরসাইকেল আটকে সতর্ক করেন।
তারা জানান, মঙ্গলবার থেকে হেলমেট ও লাইসেন্সবিহীন কোনো চালক বা গাড়ি চলতে দেওয়া হবে না। সরাসরি মামলা দেওয়া হবে। এসময় যারা হেলমেট পরিহিত ছাড়া তাদের হেলমেট পরাতেও বাধ্য করা হয়। পাশাপাশি দুজনের অতিরিক্ত মোটরসাইকেল যাত্রী চলাচল নিষেধ করা হয়।
বিডি প্রতিদিন/এমআই