জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক ও সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক সংসদের বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদের আহবানে জাতীয় সম্মেলন সফল করার লক্ষ্যে বগুড়ায় কমিটি গঠন করা হয়েছে।
৩৫ সদস্য বিশিষ্ঠ বগুড়া জেলা জাতীয় পার্টির সম্মেলন প্রস্তুত কমিটি অনুমোদন করেছেন কেন্দ্রিয় কমিটি। প্রবীন জাপা নেতা আলহাজ্ব আব্দুল আলীমকে আহবায়ক, সাংবাদিক হারুন উর রশীদ তালুকদার, সাবেক ছাত্রনেতা সাহিদুল ইসলাম, তৌহিদুর রহমান তৌহিদ, সামছুর রহমান রতনকে যুগ্ম আহবায়ক, জাপার সাবেক কেন্দ্রীয় সদস্য, সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা আব্দুস সালাম বাবুকে সদস্য সচিব ও সাবেক ছাত্রনেতা প্রভাষক ফরহাদ আলী খোকনকে যুগ্ম সদস্য সচিব করে ৩৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে ক্যাপ্টেন জাকারিয়া হোসেনকে সমন্বয়কারী হিসেবে নিযুক্ত করা হয়েছে। সম্প্রতি বগুড়ায় এক মতবিনিময় সভায় এ কমিটি গঠনের সিদ্ধান্ত নেয়া হয়। ঐ সভায় সাবেক এমপি এমএ গোফরান, কেন্দ্রিয় জাপা নেতা অধ্যাপক ইকবাল হোসেন রাজু অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক ও সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক সংসদের বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদের নির্দেশক্রমে কমিটি অনুমোদন হয়েছে। জাতীয় পার্টির জাতীয় সম্মেলন প্রস্তুত কমিটির যুগ্ম আহবায়ক অধ্যাপক ইকবাল হোসেন রাজুর সুপারিশক্রমে জাতীয় সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য সচিব গোলাম মসিহ উক্ত কমিটি অনুমোদন করেছেন।
বিডি প্রতিদিন/এএ