দীর্ঘ ৭ বছর পর আগামী শুক্রবার থেকে কক্সবাজারে শুরু হচ্ছে বঙ্গবন্ধু জেলা ফুটবল লিগ। ২০১৪-১৫ সালের পর চলতি বছর এই আসরের পর্দা উঠতে যাচ্ছে। আসরে ৬০টি ম্যাচ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
এবারের আসরে জেলার ১৮টি ক্লাব ৩টি গ্রুপে অংশ নিচ্ছে। দুই মাসব্যাপী বঙ্গবন্ধু জেলা ফুটবল লিগের উদ্বোধন করবেন কক্সবাজারের জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ। এই আসরের পৃষ্ঠপোষকতায় রয়েছে দেশের শীর্ষ বৃহৎ শিল্প প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপ।
বুধবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় বঙ্গবন্ধু জেলা ফুটবল লিগের আয়োজক কক্সবাজার জেলা ফুটবল অ্যাসোসিয়েশন।
কমিটির আহ্বায়ক হেলাল উদ্দিন কবির জানান, জেলার ক্রীড়াকে আরো গতিশীল করার লক্ষ্যে এই আয়োজন করা হয়। প্রতিবছর হলেও ২০১৪-১৫ সাল থেকে দীর্ঘ ৭ বছর নির্বাচন, করোনাসহ বিভিন্ন প্রতিবন্ধকতায় আসরটি স্থগিত ছিল। সকল ব্যবস্থাপনা সম্পন্ন করে এই আয়োজন আবারো শুরু করতে যাচ্ছি।
কক্সবাজার শহরের বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে বঙ্গবন্ধু জেলা ফুটবল লীগের নানা দিক তুলে ধরে বক্তব্য রাখেন কক্সবাজার জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ফজলুল করিম সাঈদী, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জসিম উদ্দিন, জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ হানিফ, জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সদস্য বিপ্লব, কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থার সদস্য এমআর মাহবুব, অধ্যাপক জসিম উদ্দিন ও আলি রেজা তসলিম প্রমুখ।
বিডি প্রতিদিন/এমআই