কক্সবাজারের টেকনাফ থানাধীন হোয়াইক্যং এলাকায় অভিযান পরিচালনা করে ৪০ হাজার পিস ইয়াবাসহ মো. জসিম উদ্দিন (২৩) নামের এক যুবককে আটক করেছে র্যাব।
কক্সবাজার র্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, র্যাব-১৫, কক্সবাজার এর সিপিসি-২ হোয়াইক্যং ক্যাম্পের আভিযানিক দল মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ থানাধীন হোয়াইক্যং ইউপিস্থ হোয়াইক্যং বিজিবি চেকপোস্ট সংলগ্ন আটক আসামির বাড়ির গেটের সামনে কক্সবাজার-টেকনাফ পশ্চিম পার্শ্বস্থ পাকা রাস্তার নিকট অভিযান পরিচালনা করে। অভিযানে একজন মাদক ব্যবসায়ীকে আটক করে। উপস্থিত সাক্ষীদের সামনে আটক ব্যক্তির দেহ ও আশপাশ এলাকা তল্লাশি করে তার নিকট থেকে ৪০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আটক ব্যক্তি হোয়াইক্যং ২নং ওয়ার্ড বালুখালীর মৃত ইসলামের উদ্দিনের ছেলে। আভিযানিক দল ওই স্থানে পৌঁছানোর আগেই অজ্ঞাতনামা তিনজন মাদক ব্যবসায়ী কৌশলে পালিয়ে যান।
তিনি আরও জানান, পলাতক ব্যক্তিদের এবং আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজুর জন্য তাকে কক্সবাজার জেলার টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ