কিশোরগঞ্জের বাজিতপুরে পাইপগান ও কার্তুজসহ সুমন মিয়া (২৮) নামের একজনকে গ্রেফতার করেছে র্যাব। তিনি বাজিতপুরের গাজীরচর ইউনিয়নের উত্তর ডুলজান গ্রামের আব্দুল মোতালেব মেম্বারের ছেলে।
বুধবার রাত সাড়ে ৯টার দিকে গাজিরচর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ডুলজান এলাকায় অভিযান চালায় র্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের একটি দল।
র্যাব সূত্র জানায়, বাজিতপুরের ভাগলপুরের জহুরুল ইসলাম মেডিকেল কলেজ এলাকায় দেশীয় অস্ত্রসহ একজন লোক অবস্থান করছে মর্মে গোপন সূত্রে জানতে পারে র্যা ব। পরে গোয়েন্দা নজরদারি চালিয়ে এর সত্যতা পায়। এরই পরিপ্রেক্ষিতে র্যাবের একটি দল অভিযান চালিয়ে সুমনকে গ্রেফতার করে। তখন তার কাছ থেকে একটি পাইপগান ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।
র্যাবের কোম্পানি কমান্ডার মেজর মো. শাহরিয়ার মাহমুদ খান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে গ্রেফতার সুমন মিয়া এলাকায় প্রভাব বিস্তার করার জন্য অস্ত্র নিজ হেফাজতে রেখেছিলেন বলে স্বীকার করেন।
এ ব্যাপারে বাজিতপুর থানায় মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন বলে র্যাব জানায়।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ