কোরআন তেলওয়াতের মাধ্যমে যশোর জেলা আওয়ামী লীগের জনসভা শুরু হয়েছে। সভাপতিত্ব করছেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন। পরিচালনা করছেন জেলা সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার।
দীর্ঘ পাঁচ বছর পর প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার জনসভাকে কেন্দ্র করে গোটা যশোর শহর মিছিলের নগরীতে পরিণত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ৯টা থেকে সরকার দলের নেতাকর্মীরা মিছিল নিয়ে শহর প্রদক্ষিণ করেন। সকাল ৯ টার পর স্টেডিয়ামের গেট খুলে দেওয়া হলে মিছিল নিয়ে নেতা-কর্মীরা জনসভা মাঠে ঢুকতে শুরু করেন।
সকাল ১০টায় সীমান্ত জেলা শার্শা উপজেলার সংসদ সদস্য শেখ আফিল উদ্দিনের নেতৃত্বে বড় এক মিছিল শহরে প্রবেশ করে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যশোর স্টেডিয়ামে আজ দুপুরে জনসভায় ভাষণ দেবেন।