৬ ডিসেম্বর, ২০২২ ২১:০৮

শজিমেক’র ছাত্র মেহেরাজের মৃত্যুতে শোক সভা

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

শজিমেক’র ছাত্র মেহেরাজের মৃত্যুতে শোক সভা

বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের (শজিমেক) ৫ম বর্ষের ছাত্র মেহেরাজ হোসেন ফাহিমের মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার সামিয়া ইসলাম গ্যালারিতে অনুষ্ঠিত শোক সভায় সভাপতিত্ব করেন অধ্যক্ষ ডা. মো. রেজাউল আলম জুয়েল। 

সভায় বক্তব্য রাখেন শজিমেক পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মোহাম্মদ মহসীন, উপাধক্ষ্য ডা. সুশান্ত কুমার সরকার, উপ-পরিচালক ডা. মো. আব্দুল ওয়াদুদ, অধ্যাপক ডা. গণেশ কুমার আগারওয়ালা, অধ্যাপক ডা. নিতাই চন্দ্র সরকার, ফরেনসিক মেডিসিন বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক ডা. মো. মিজানুর রহমান, ছাত্র-ছাত্রীদের মধ্যে বক্তব্য রাখেন মাসুদ, অর্ঘ্য রায় ও আকাশ। 

অনুষ্ঠানটি পরিচালনা করেন শজিমেক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ডা. মো. মনিরুজ্জামান আশরাফ বিপুল। 

সভায় বক্তারা মেহেরাজ হোসেন ফাহিমের মৃত্যুতে গভীর ভাবে শোক প্রকাশ করেন এবং মহান আল্লাহর দরবারে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবার এর প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন। পরিশেষে মেহেরাজ হোসেন ফাহিম এর বিদায়ী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, গত ২৩ নভেম্বর মেডিকেল কলেজ গেটের সামনে ঝালমুড়ির দোকানদারের সঙ্গে তর্কের জেরে ছুরিকাঘাতে আহত হন ফাহিম। পরে চিকিৎসাধীন অবস্থায় ৪ ডিসেম্বর সকালে মারা যায় সে। 

বিডি-প্রতিদিন/বাজিত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর