ঢাকার ধামরাইয়ে অবৈধ ১০ ইটভাটা আংশিক গুঁড়িয়ে দেওয়ার পর ৫৪ লাখ টাকা জরিমানা করেছে ঢাকা জেলা পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত ধামরাইয়ের ভাড়ারিয়া, ডেমরান, হাটিপাড়া, মালঞ্চ, চন্দ্রপাড়া, শাইলবাড়ি এলাকায় পরিবেশ অধিদপ্তরের সিনিয়র নির্বাহী ম্যাজিষ্ট্রেট কাজী তামজীদ আহমেদের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক জহিরুল ইসলাম তালুকদার, সহকারী পরিচালক হায়াত মাহমুদ রকিব, পরিদর্শক প্রতীক ইসলাম প্রমূখ।
ঢাকা জেলা পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক জহিরুল ইসলাম তালুকদার বলেন, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন না মেনে আবাসিক এলাকায় ইটভাটা স্থাপন ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র, জেলা প্রশাসকের লাইসেন্স না থাকায় এবং আবাদি জমির মাটি কাটাসহ বায়ুদূষণের অভিযোগে ধামরাইয়ের ভেমরান গ্রামের বিবিসি ব্রিকসকে ৫ লাখ, পিবিসি ব্রিকসকে ৫ লাখ, ডিবিসি ব্রিকসকে ৫ লাখ, হাটিপাড়া গ্রামের ইমন ব্রিকসকে ৫ লাখ, ফোর স্টার ব্রিকসকে ৫ লাখ, নুর ব্রিকসকে ৫ লাখ, শাইলবাড়ি গ্রামের এনএএম ব্রিকসকে ৬ লাখ, মালঞ্চ গ্রামের হালাল ব্রিকসকে ৬ লাখ, ভাড়ারিয়া গ্রামের আইএনসি ব্রিকসকে ৬ লাখ ও চন্দ্রপাড়া গ্রামের স্টার ব্রিকসকে ৬ লাখসহ মোট ৫৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার পাশাপাশি এসব ভাটা আংশিক ভেঙে দিয়ে ইট পোড়ানোসহ সকল কার্যক্রম বন্ধ রাখারও নির্দেশ দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, ধামরাইয়ে প্রায় দুই শতাধিক ইটভাটা রয়েছে। এরমধ্যে অবৈধ রয়েছে অর্ধশতাধিক ইটভাটা। বায়ুদূষণ রোধে মহামান্য হাইকোর্টের নির্দেশনায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।
বিডি প্রতিদিন/হিমেল