প্রধানমন্ত্রী শেখ হাসিনার কক্সবাজার আগমন উপলক্ষে সমুদ্র সৈকতে শুরু হয়েছে ৩ দিনের জাতির পিতার প্রতিকৃতি চিত্র প্রদর্শনী।
মঙ্গলবার (৬ ডিসেম্বর) রাত ৮টার দিকে সৈকতের লাবনী পয়েন্টে এ প্রদর্শনীর উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ ও বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন।
এসময় তিনি বলেন, বঙ্গবন্ধু নিয়ে শিল্পকর্ম একটি মহান প্রয়াস। প্রকৃতির উপকরণ দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবিগুলো আমাকে মুগ্ধ করেছে। বাংলাদেশে এমন শিল্পী খুবই কম আছে। শুধু শিল্পী হলে হবে না। সামনে যা পাই তা দিয়ে ছবি তৈরি করাকে শিল্পী বলে।
উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ উপ কমিটির সদস্য সুজন শর্মা।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ