নরসিংদীর আনসার ক্যাম্প থেকে লুট হওয়া দুুটি শটগান উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ। এ ঘটনায় ১০ জনকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার দুপুরে তাদের গ্রেফতার করা হয়।
২৬ ডিসেম্বর সোমবার আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ২ সদস্যের কাছ থেকে ২টি শটগান ও ১০ রাউন্ড গুলি লুটের ঘটনা ঘটে। ঘটনার পরের দিন মঙ্গলবার বিকালে নরসিংদী সদর উপজেলা আনসার কর্মকর্তা (ভারপ্রাপ্ত) লুৎফরনেসা লতিফা বাদী হয়ে অজ্ঞাত ১৬-১৭ জনকে আসামি করে নরসিংদী সদর থানায় মামলা দায়ের করেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন