মাদারীপুরে ছাত্রদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্নাঢ্য র্যালী ও ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।সোমবার বেলা ১২টার দিকে মাদারীপুর শহরের কুলপদ্দি চৌরাস্তা থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে ডিসির ব্রীজে শেষ হয়। পরে অনুষ্ঠিত ছাত্র সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বিএনপি নির্বাহী কমিটির সহ-গনশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন মাদারীপুর জেলা বিএনপির সদস্যসচিব জাহান্দার আলী জাহান, যুগ্ম-আহবায়ক মো. মিজানুর রহমান মুরাদ,জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহাদাত হোসেন হাওলাদার, সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ, জেলা ছাত্রদলের যুগ্ম-আহবায়ক মাইদুর রানা, মাহমুদুল হাসান, মো.ফয়সাল ও নূরে আলম প্রমুখ। বক্তারা এসময় বেগম খালেদা জিয়া, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মাদারীপুর জেলা ছাত্রদলের সভাপতি, সাধারণ সম্পাদকসহ সকল নেতৃবৃন্দের মুক্তির দাবি জানান।
বিডি প্রতিদিন/এএ