ফরিদপুরের দুইটি উপজেলার ৬টি ইউনিয়নের ৬ হাজার অসহায় দরিদ্র শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। সোমবার সকালে সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের পুরদিয়ায় আনসার আলী মিয়া দাখিল মাদ্রাসা মাঠে এ শীতবস্ত্র বিতরন করা হয়।
সাজিদ-সোবহান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে কম্বল বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ কামরুল আহসান তালুকদার। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাজিদ-সোবহান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান, স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক আসলাম মোল্লা, পল্লী বিদ্যুতের জেনারেল ম্যানেজার আবুল হাসান, অটোটেক্স গ্রুপের চেয়ারম্যান মতিয়া বেগম, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ রশিদ আহমে খান, মোসাম্মৎ আমাতুল আকসাদ খান, সাজিদ খান, কানাইপুর ইউপি চেয়ারম্যান ফকির মোঃ বেলায়েত হোসেন।
ফরিদপুর সদর উপজেলার কানাইপুর, কৃষ্ণনগর, কৈজুরী, চাঁদপুর এবং সালথা উপজেলার আটঘর ও গট্রি ইউনিয়নের ৬ হাজার মানুষের মাঝে এসব কম্বল বিতরন করা হয়।
বিডি প্রতিদিন/এএ