শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমস ২০২৩ উপলক্ষে লক্ষ্মীপুরে ৫ দিনব্যাপী আন্ত উপজেলা ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় সোমবার বিকেলে জেলা স্টেডিয়ামে ফুটবল প্রতিযোগিতার মাধ্যমে শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমস এর উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুর উদ্দিন নয়ন।
জেলা প্রশাসক আনোয়ার হোসাইন আকন্দ এর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক নুর এ আলম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান হোসেন, জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি জাকির হোসেন ভূইয়া আজাদ প্রমুখ।
শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমস উপলক্ষে এবার লক্ষ্মীপুরে ফুটবল, ব্যাডমিন্টন, কাবাডি, দাবা, এ্যথলেটিকস আন্ত উপজেলা প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন আয়োজকবৃন্দ। আগামী ৮ জানুয়ারি লক্ষ্মীপুর স্টেডিয়ামে অনুষ্ঠানের সমাপনী অনুষ্ঠান হবে।
বিডি প্রতিদিন/হিমেল