বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা জেলা ছাত্রদলের আয়োজনে সোমবার সকালে শহরের নিরিবিলি কমিউনিটি সেন্টারে এই ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়।
সাতক্ষীরা জেলা ছাত্রদলের সভাপতি শরিফুজ্জামান সজীবের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা ছাত্রদলের সাধারণ সম্পদক মমতাজুল ইসলাম চন্দন, সিনিয়র সহ-সভাপতি মনজুরুল মোরশেদ, সহ-সভাপতি জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক আবু রায়হান প্রমূখ।
সমাবেশে বক্তারা বলেন, অতীতের মত সকল আন্দোলন সংগ্রামে ছাত্রদল রাজপথে ছিল এবং ভবিষ্যতেও রাজপথে থাকবে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন