বগুড়ায় নানা আয়োজনের মধ্য দিয়ে ছাত্রদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে সোমবার দুপুর ১২টায় শহরের টেম্পল রোড দলীয় কার্যালয়ের সামনে জেলা ছাত্রদলের আয়োজনে ছাত্র সমাবেশ করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ২০২৩ সালে সরকারের বিদায় ঘণ্টা বাজবে। এই সরকার সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা দিতে পারছে না। নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম নিয়ন্ত্রণে ব্যর্থ এই সরকার।
বগুড়া জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি মো. সাইদুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকী রিগ্যানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি ও পৌর মেয়র রেজাউল করিম বাদশা, সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনা, সদরের সাবেক এমপি গোলাম মো. সিরাজ, কাজী রফিকুল ইসলাম, মোশারফ হোসেন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা অ্যাডভোকেট একেএম মাহবুবর রহমান, বিএনপি নেতা এম আর ইসলাম স্বাধীন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সহিদ উন নবী সালাম, কেএম খায়রুল বাশার, জাহিদুল ইসলাম হেলাল, জয়নাল আবেদীন চাঁন, অ্যাডভোকেট হামিদুল হক চৌধুরী হিরু, জেলা যুবদলের আহ্বায়ক খাদেমুল ইসলাম খাদেমসহ প্রমুখ।
এর আগে, শহরের আলতাফুন্নেছা খেলার মাঠ থেকে একটি বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
বিডি প্রতিদিন/এমআই