নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জে ট্যাংক লরির চাকা বিস্ফোরণের পর রিংয়ের আঘাতে আহত ৩৫ বছর বয়সী জসিম উদ্দিন নামে এক যুবক নিহত হয়েছেন। ডেমরা-নারায়ণগঞ্জ সড়কের শিমরাইল এলাকায় রবিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
এতে জসিমের স্ত্রী জুবাইদা আক্তার গুরুতর আহত হন। পরে দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার রাতে জসিম মারা যান। বর্তমানে তার স্ত্রী ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানিয়েছে, রবিবার দুপুরে ডেমরা-নারায়ণগঞ্জ সড়কে শিমরাইল এলাকায় ফজলুল হক পেট্রল পাম্পের সামনে দিয়ে স্বামী-স্ত্রী হেঁটে যাচ্ছিলেন। এসময় একটি তৈলবাহী ট্যাংক লরির চাকা বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে জসিম ও তার স্ত্রী জুবাইদা আহত হন।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান বলেন, রবিবার রাতে ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জসিম মারা গেছেন। তার স্ত্রী চিকিৎসাধীন। এ ঘটনায় এখনো কেউ থানায় অভিযোগ করেনি।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন