নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে শুল্ক ফাঁকি দিয়ে আসা ৮ হাজার ৩৬১ পিস ভারতীয় শাড়ি কাপড়সহ একজনকে আটক করেছে কোস্ট গার্ড। সোমবার বিকেলে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান স্বাক্ষরিত এ সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
এর আগে রবিবার রাতে সাইনবোর্ড এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত মো. আনোয়ার হোসেন (৩৫) কুমিল্লার দেবীদ্বারের এলাহাবাদ এলাকার বাসিন্দা।
বিজ্ঞপ্তিতে কোস্ট গার্ড জানায়, দুইটি গাড়ি তল্লাশি করে সরকারি শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে অবৈধভাবে আসা বিপুল পরিমাণ শাড়ি-কাপড়সহ ওই ব্যক্তিকে আটক করা হয়। আটককৃত ব্যক্তিকে সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।
বিডি প্রতিদিন/এএম