নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে চাঞ্চল্যকর ‘সালেহা বেগম হত্যা মামলার’ মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি ফিরোজকে (৩৫) গ্রেফতার করা হয়েছে।
র্যাব-১১ এর একটি দল আজ সোমবার ভোরে ঢাকা জেলার ডেমরা থানার ডগাইর এলাকা থেকে তাকে গ্রেফতার করে। ফিরোজ সিদ্ধিরগঞ্জের মিজমিজি দক্ষিণ বাতেনপাড়া এলাকার নবী হোসেনের পুত্র।
র্যাব-১১ এর উপ পরিচালক ও কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার এ কে এম মুনিরুল আলম এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গত ২০০৬ সালের ২৪ সেপ্টেম্বর নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন মিজমিজি এলাকায় সালেহা বেগম নামে ১ জন নারীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার ঘটনা ঘটে। উক্ত ঘটনায় ভিকটিমের স্বামী মোঃ বাদশা মিয়া বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি হত্যা মামলা (নং ৪৩) দায়ের করেন। উক্ত মামলায় গ্রেফতারকৃত ফিরোজ মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামী ছিলেন। গ্রেফতারকৃত আসামীকে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/নাজমুল