নারায়ণগঞ্জ মহানগরের সিদ্ধিরগঞ্জ থেকে শুল্ক ফাঁকি দিয়ে আসা ৮ হাজার ৩শ’ ৬১ পিস ভারতীয় শাড়ি কাপড়সহ একজনকে আটক করেছে কোস্ট গার্ড।
সোমবার বিকেলে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। এর আগে রবিবার দিবাগত রাতে সাইনবোর্ড এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত মো. আনোয়ার হোসেন (৩৫) কুমিল্লার দেবিদ্বারের এলাহাবাদ এলাকার বাসিন্দা।
বিজ্ঞপ্তিতে কোস্ট গার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার দিবাগত রাতে বাংলাদেশ কোস্ট গার্ড ঢাকা জোন অধীনন্থ বিসিজি স্টেশন পাগলা কর্তৃক স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট শামস সাদেকীনের নেতৃত্বে সাইনবোর্ড এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে কুমিল্লা থেকে ঢাকাগামী সন্দেহজনক দুটি কাভার্ডভ্যানকে কোস্ট গার্ড সদস্য কর্তৃক থামার সংকেত দিলে তারা সংকেত অমান্য করে সামনের দিকে চলতে থাকে। পরবর্তীতে কোস্টগার্ড সদস্যগণ গাড়ি দুইটিকে ধাওয়া করে গাড়ি দুটিকে আটক করে।
পরবর্তীতে গাড়ি দুইটি তল্লাাশি করে সরকারি শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে অবৈধভাবে আসা বিপুল পরিমাণ শাড়ি-কাপড়সহ ওই ব্যক্তিকে আটক করা হয়। শাড়ি কাপড়ের আনুমানিক বাজার মূল্য প্রায় ১৬ কোটি ২০ লাখ ৫৪ হাজার ৫০০ টাকা। আটককৃত ব্যক্তিকে সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন