ময়মনসিংহের ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শীতেষ চন্দ্র সরকারের বদলিজনিত বিদায় ও নতুন ইউএনও হিসেবে এম সাজ্জাদুল হাসানের যোগদান ও বরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুর ১২টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বিদায় ও বরণ অনুষ্ঠিত হয়।
এতে উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউল করিম রাসেলের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) অমিত রায়। তিনি ইউএনও শীতেষ চন্দ্র সরকারের আড়াই বছরের নানা উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরেন।
এছাড়া আরও বক্তব্য রাখেন শিক্ষক নেতা শফিকুল ইসলাম সেলিম, গোলাম কবির দিদার, ফুলপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হরমুজ আলী চৌধুরী, কাজিয়াকান্দা কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা জয়নুল আবেদীন, বওলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুল বাতেন খান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাতেন সরকার, উপজেলা কৃষি অফিসার আব্দুল্লাহ আল মামুন, ফুলপুর মহিলা কলেজের অধ্যক্ষ রওশন আরা বেগম ও ছনধরা ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ।
আরও বক্তব্য রাখেন ভাইটকান্দি ইউপি চেয়ারম্যান আলাল উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মোহাম্মদ হাবিবুর রহমান, মেয়র মি. শশধর সেন, বিদায়ী ইউএনওর বাবা সুবোধ চন্দ্র সরকার, নতুন ইউএনও এম সাজ্জাদুল হাসান ও বিদায়ী ইউএনও শীতেষ চন্দ্র সরকার প্রমুখ।
বক্তারা সবাই বিদায়ী ইউএনও’র ভূয়সী প্রশংসা করেন এবং নতুন ইউএনওকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
বিডি প্রতিদিন/এমআই