‘উন্নয়ন ও সমৃদ্ধির অগ্রযাত্রায়, দেশ গড়বো সমাজ সেবায়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নরসিংদীতে পালিত হয়েছে জাতীয় সমাজসেবা দিবস। দিবসটি উপলক্ষে সোমবার দুপুরে জেলা প্রশাসন, সমাজসেবা কার্যালয় ও স্থানীয় এনজিওদের উদ্যোগে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মাসুদুল হাসান তাপসের সভাপতিত্বে জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খান এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোস্তফা মনোয়ার, নরসিংদী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আলী, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. সঞ্জয় দাস ও সহকারী পরিচালক নইম জাহাঙ্গীরসহ অন্যরা।
আলোচনা শেষে প্রতিবন্ধীদের সুবর্ন নাগরিক কার্ড, বয়স্কভাতা কার্ড, অসুস্থতাজনিত কারণে চিকিৎসা সহায়তার চেকসহ হুইল চেয়ার বিতরণ করা হয়।
বিডি প্রতিদিন/এমআই