ফেনীর মহিপাল এলাকায় অভিযান চালিয়ে ৪৫ কেজি গাঁজা ও ২৪ বোতল বিদেশি মদসহ দু’জনকে গ্রেফতার করেছে র্যাব-৭ ফেনী ক্যাম্পের সদস্যরা। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মিনি ট্রাক জব্দ করা হয়। রবিবার সকালে ঢাকা থেকে চট্টগ্রামগামী মহাসড়কের মহিপাল এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসিয়ে একটি মিনি ট্রাককে মাদকসহ তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন সিলেটের সুনামগঞ্জ এলাকার বিশ্বস্তপুর থানার জাবেদ আলীর ছেলে আবদুল মজিদ (৪২) ও কুমিল্লা জেলার লাঙ্গলকোট থানার শ্যামপুর এলাকার মৃত আবদুস সালামের ছেলে মো. নাসির। নাসির বর্তমানে চট্রগ্রাম জেলার বাকলিয়া এলাকার বাসিন্দা।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এসময় মাদকদ্রব্য বহন করে চট্টগ্রাম এর দিকে যাওয়ার সময় একটি মিনি ট্রাকে তল্লাশি চালিয়ে ট্রাকের পিছনে মালামাল বহন করার জায়গায় চারটি বস্তার ভিতর থেকে মোট ৪৫ কেজি গাঁজা ও ২৪ বোতল বিদেশি মদ উদ্ধারসহ আসামিদের গ্রেফতার করা হয়।
র্যাব-৭ ফেনী ক্যাম্পের অধিনায়ক সাদেকুল ইসলাম জানান, উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য সাত লক্ষ টাকা। গ্রেফতার আসামিদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে ফেনী মডেল থানায় পাঠানো হয়েছে।
বিডি-প্রতিদিন/শফিক