ফরিদপুরের নগরকান্দায় পরীক্ষার রেজাল্ট খারাপ হওয়ায় মাফুজা আক্তার (১৫) নামে এক কিশোরী আত্মহত্যা করেছে বলে জানা গেছে। মাফুজা নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের ডাঙ্গী নগরকান্দা গ্রামের মুরাদ কাজীর মেয়ে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ডাঙ্গী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী আবুল কালাম। স্থানীয়রা জানান, সোমবার সকালে বসতঘরের সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেচিয়ে গলায় ফাঁস দিয়ে মাফুজা আত্মহত্যা করে। মাফুজা আক্তারের বার্ষিক পরীক্ষার রেজাল্ট খারাপ হওয়ায়, পরিবারের সদস্যদের উপর অভিমান করে আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে।
নিহতের পরিবার জানান, এবার নবম শ্রেণির বার্ষিক পরীক্ষায় ফেল করায় ফলাফল প্রকাশের পর থেকেই মাফুজার মন খারাপ ছিল। তাছাড়া বাড়ির কারো সঙ্গে কোনো ঝামেলা বা কারো ওপর অভিমান ছিল না তার। ধারণা করা হচ্ছে- পরীক্ষায় ফেল করায় অভিমান করে তিনি আত্মহত্যা করেছে। নগরকান্দা থানার ওসি মিরাজ হোসেন বলেন, লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ ফরিদপুর মর্গে পাঠানো হবে।
বিডি-প্রতিদিন/শফিক