নোয়াখালীতে শীতার্ত ছিন্নমূল মানুষের মাঝে জেলা প্রশাসনের উদ্যোগে (শীতবস্ত্র) কম্বল বিতরণ করা হয়েছে। সোমবার রাতে সদরের মাইজদী কোর্ট রেলওয়ে স্টেশন ও সোনাপুর রেলওয়ে স্টেশনে থাকা ছিন্নমূল শীতার্থ মানুষের মাঝে এবং গরীব অসহায়দের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন আহমেদ নেতৃত্বে জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেন।
জেলা প্রশাসক দুই শতাধিক ছিন্নমূল অসহায় গরীব মানুষের শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক নাজিমুল হায়দার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন আহমেদ ও এনডিসি দেবশীষসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এএ