চাঁপাইনবাবগঞ্জে গত তিনদিন ধরে শৈত্যপ্রবাহের কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। জেলায় শীতের তীব্রতা নেমে এসছে ১২ ডিগ্রিতে। ফলে কনকনে শীতের দাপটে থরথর করে কাঁপছে চাঁপাইনবাবগঞ্জের মানুষ। কুয়াশা আর হিমেল বাতাসে বেড়েছে শীতের তীব্রতা। ফলে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা মারাত্মক ব্যাহত হচ্ছে।
এদিকে কনকনে ঠান্ডায় মানুষ খুব প্রয়োজন ছাড়া বাইরে বের হচ্ছে না। গত ৩ দিন ধরে দিনের বেলায় সূর্যের আলো সোনার হরিণ হয়ে উঠেছে। দুপুরের দিকে কিছুক্ষণের জন্য রোদের দেখা মিললেও হিমেল বাতাসের কারণে নিম্নআয়ের মানুষ বেকায়দায় পড়েছেন। রাত বাড়ার সাথে সাথে কুয়াশাও বাড়তে থাকছে, সাথে বইছে মৃদু বাতাস।
ঘন কুয়াশায় সকালে সড়কে হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করতে দেখা গেছে। ঘন কুয়াশা আর তীব্র শীতের কারণে অন্যান্য দিনের চেয়ে রাস্তায় কমেছে রিকশাসহ অন্যান্য ছোট যান। সেই সাথে লোকজনের আনাগোনা কমে গেছে। আর ক্রেতাদের আগমন না ঘটায় সন্ধ্যা হতেই অনেক দোকান আগেভাগেই বন্ধ হয়ে যাচ্ছে। জরুরি প্রয়োজন ছাড়া অনেকেই বাড়ির বাইরে যাচ্ছেন না। ঘন কুয়াশার কারণে সকাল থেকেই মহাসড়কে হেডলাইট জ্বালিয়ে ধীর গতিতে চলছে দূরপাল্লার বাসসহ পণ্যবাহী যানবাহন।
বিডি প্রতিদিন/এমআই