ঝিনাইদহে ভোর থেকেই ঘন কুয়াশায় ঢাকা পড়েছে প্রকৃতি। সকাল থেকে কুয়াশার কারণে দেখা মেলেনি সূর্যের। এতে দুর্ঘটনা এড়াতে সড়ক মহাসড়কে হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন। কুশায়ার সাথে হিমেল বাতাসে শীতের তীব্রতা বেশি অনুভূত হচ্ছে
কুয়াশা আর হিমেল বাতাসে বেড়েছে শীতের তীব্রতা। ফলে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা মারাত্মক ব্যাহত হচ্ছে। তারপরও শীত ও কুয়াশা উপেক্ষা করে কাজে ছুটছেন নিম্ন আয়ের মানুষগুলো।
ঘন কুয়াশায় সকালে সড়কে হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করতে দেখা গেছে। জরুরি প্রয়োজন ছাড়া অনেকেই বাড়ির বাইরে যাচ্ছেন না। তবে মানুষের পাশাপাশি শীতে কাবু হয়ে পড়ছে প্রাণীকূল। তীব্র শীতে স্বাভাবিক জীবন বাধাগ্রস্ত হয়ে পড়ছে।
বিডি প্রতিদিন/এমআই