গাজীপুরের শ্রীপুরে পলিথিনে মোড়ানো এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে জেলার শ্রীপুর পৌরসভার শ্রীপুর বাজারের ময়লার স্তুপ থেকে এ নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়।
শ্রীপুর মডেল থানার এসআই মো. আমজাদ হোসেন জানান, শ্রীপুর বাজারের দক্ষিণে মঙ্গলবার সকাল ৮ টায় বাসা-বাড়ির ময়লা আবর্জনা ফেলতে যান পৌরসভার পরিছন্নতাকর্মী আজিজুল। এ সময় ময়লার স্তুপের পাশে কয়েকটি কুকুর প্লাস্টিকের ব্যাগ নিয়ে টানাটানি করছিল। এটা দেখে এগিয়ে যায় আজিজুল। পরে সেখানে প্লাস্টিকে মোড়ানো নবজাতকের মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নবজাতকের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
বিডিপ্রতিদিন/কবিরুল