বরিশালের আগৈলঝাড়ায় কলেজপড়ুয়া মেয়ে প্রেমিকের হাত ধরে ঘর ছেড়ে পালিয়ে যাওয়ায় ক্ষোভে-অভিমানে এক বাবা আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বরিশাল শেবাচিম হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। বরিশালের আগৈলঝাড়া উপজেলায় এই ঘটনা ঘটে।
আগৈলঝাড়া থানার পরিদর্শক (তদন্ত) মো. মাজহারুল ইসলাম জানান, মঙ্গলবার ভোরে উপজেলার বাকাল ইউনিয়নের বাকাল গ্রামের রতন রায়ের মেয়ে সরকারী শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রী কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী প্রত্যাশা রায় তার প্রেমিকের হাত ধরে ঘর ছেড়ে পালিয়ে যায়। এই ঘটনা মেনে নিতে না পেরে তার বাবা অভিমান করে ঘরে থাকা কীটনাশক পান করে। স্থানীয়রা তাকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. রায়হান আলম জানান, কীটনাশক পানে অসুস্থ এক রোগীকে হাসপাতালে নিয়ে আসে তার স্বজনরা। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বিডি প্রতিদিন/এএম