বগুড়ার ধুনট উপজেলার যমুনা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হয়ে যাওয়া বৃদ্ধ হায়দার আলীর (৬৫) মৃতদেহ একদিন পর উদ্ধার করেছে স্থানীয় লোকজন। মঙ্গলবার সকাল ১০টায় ভান্ডারবাড়ী ইউনিয়নের বানিয়াজান স্পারের যমুনা নদী থেকে ওই বৃদ্ধের মৃতদেহ উদ্ধার করা হয়। নিহত হায়দার আলী গোসাইবাড়ী ইউনিয়নের চিথুলিয়া গ্রামের মৃত হাতেম আলীর ছেলে।
স্থানীয় লোকজন জানান, বৃদ্ধ হায়দার আলী সোমবার দুপুরের দিকে বানিয়াজান স্পারের উত্তরপাশের যমুনা নদীতে গোসল করতে যায়। সন্ধ্যার দিকে স্থানীয় লোকজন নদীর পাড়ে লুঙ্গি, গামছা ও শাবান পড়ে থাকতে দেখে তাদের সন্দেহ হয়। পরে স্থানীয় লোকজন নদীতে নেমে অনেক খোঁজাখুজি করে ব্যর্থ হয়ে ফিরে যায়। পরদিন মঙ্গলবার সকাল থেকে স্থানীয় লোকজন আবারো নদীতে খোঁজাখুজি করতে থাকে। এক পর্যায়ে সকাল ১০ টার দিকে বৃদ্ধ হায়দার আলীর মৃতদেহ উদ্ধার করা হয়।
ধুনট থানার এসআই আসাদুজ্জামান জানান সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এবিষয়ে কোন অভিযোগ না থাকায় উর্দ্ধতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে মৃতদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম