টাঙ্গাইলের ঘাটাইলে ট্রাকচাপায় এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিন শ্রমিক। নিহত শ্রমিক মো. সোহাগ মিয়া (২৫) উপজেলার জামুরিয়া ইউনিয়নের সুনটিয়া গ্রামের আসাদ মিয়ার ছেলে। তিনি নির্মাণ শ্রমিক ছিলেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, হতাহতরা প্রতিদিনের মতো ব্যাটারিচালিত ভ্যান নিয়ে নিজ-নিজ বাড়ি থেকে ঘাটাইলের দিকে যাচ্ছিলেন। তাদের ভ্যানটি ঘাটাইল-ভুঞাপুর সড়কের পৌর এলাকার ৬নং ওয়ার্ড শাপলা শিশু পার্ক এলাকায় পৌঁছালে বিপরীতমুখী একটি ট্রাম ট্রাক তাদেরকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ওই সোহাগ মিয়া নিহত হন। এ ঘটনায় আহত ৩ শ্রমিককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
স্থানীয়রা ঘাতক ট্রাকটি আটক করলেও চালক পালিয়ে যান। নিহত শ্রমিকের লাশ আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের নিকট হস্তান্তর করা হয়।
বিডিপ্রতিদিন/কবিরুল