টাঙ্গাইলের সখীপুরে ঠান্ডাজনিত রোগে আক্রন্ত হয়ে তিনদিন বয়সের এক নবজাতকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সে উপজেলার কালিয়া ইউনিয়নের ঢলিপাড়া গ্রামের আতিক হাসানের মেয়ে।
পরিবার সূত্রে জানা যায়, উপজেলার কচুয়া গ্রামে গত শনিবার নানার বাড়িতে স্বাভাবিক জন্ম হয় নবজাতকের। জন্মের পর থেকেই তার ঠান্ডাজনিত সমস্যা দেখা দিলে স্থানীয় ডাক্তারের কাছে নেওয়া হয়। ডাক্তারের পরামর্শ নিয়ে ওইদিন নবজাতককে টাঙ্গাইল সদর হাসপাতালের শিশু বিভাগে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে তার মৃত্যু হয়।
সখীপুর স্বাস্থ্য, পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. রুহুল আমিন মুকুল বলেন, শীতের এই সময়টা শিশু, গর্ভবতী মা ও বয়স্ক মানুষের একটু বেশি সচেতন থাকা প্রয়োজন। নিউমোনিয়া বা ঠান্ডাজনিত অন্যান্য সমস্যা দেখা দিলে নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্রে ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত।
বিডি প্রতিদিন/এমআই