ঝড়ে পড়া শিক্ষার্থীদের মূল ধারায় ফেরাতে দরিদ্র ও অসহায় শিক্ষার্থী উন্নয়ন সংস্থা '(ডপস)' এর আয়োজনে এইচএসসিতে ভর্তির সহায়তা অর্থ ও বই বিতরণ করা হয়েছে।
আজ দুপুরে শহরের গৌরিপুরস্থ 'ডপস' এর ছাত্র মেস-২ এ সহায়তা ও বই বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষাবিদ অধ্যাপক আশিষ চন্দ্র কর বিজু।
ডপস প্রতিষ্ঠাতা শাহিন মিয়া বিএসপি’র সভাপতিত্বে আলোচনা সভায় কবি ও সাংবাদিক রফিক মজিদ, প্রভাষক মাসুদ হাসান বাদল, প্রভাষক মহিউদ্দিন সোহেল, লেখক হাসান শরাফত, প্রধান শিক্ষক রবিউল ইসলামসহ ডপস উপকারভোগী শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও সাংবাদিকসহ ডপস এর অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।
এ সময় ডপস সদস্য ৫০ জন শিক্ষার্থীকে এবার এইচএসসি ভর্তির অর্থ সহায়তা এবং একসেট কেরে বই বিতরণ করা হয়।
বিডি প্রতিদিন/হিমেল