চাঁদপুরে কোস্ট গার্ডের অভিযান চালিয়ে ৭২০ কেজি জাটকা জব্দ করেছে। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকেলে বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশন চাঁদপুর কর্তৃক লেফটেন্যান্ট মাশহাদ উদ্দিন নাহিয়ান এর নেতৃত্বে চাঁদপুর মাছঘাট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালে মাছঘাট হতে আনুমানিক ৭২০ কেজি জাটকা জব্দ করা হয়।
বুধবার বিকালে কোস্ট গার্ড ঢাকা জোন মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য নিশ্চিত করেন।
অভিযানে উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ তানজিমুল ইসলাম।
পরবর্তীতে মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জব্দকৃত জাটকা ১৩টি স্থানীয় এতিমখানা ও অসহায় মানুষদের মাঝে বিতরণ করা হয়।
বিডি প্রতিদিন/এএ