ময়মনসিংহের ফুলপুরে বিট পুলিশিংয়ের মাধ্যমে একটি রক্তক্ষয়ী সংঘর্ষের সমাধান হয়েছে। সোমবার দুপুর ১২ টার দিকে উপজেলার ভাইটকান্দি ইউনিয়নের দ্বারাকপুর গ্রামে জনগণের দোর গোঁড়ায় গিয়ে পুলিশ সমস্যা সমাধান করেন।
সূত্র জানায়, স্থানীয় আব্দুর রশিদ ও জনাব আলীর বসতবাড়ির সীমানা সংক্রান্ত বিরোধ কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে প্রায় ৭ বছর ধরে বিবাদ চলছিল। এই বিবাদ রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নেওয়ার আভাস পায় পুলিশ। ফুলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন বিষয়টি ময়মনসিংহ পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞাকে জানান। পরে পুলিশ সুপারের নির্দেশনা মোতাবেক তিনি দ্রুত ঘটনাস্থলে যান। তিনি সাবেক পুলিশ কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ (৭০) ও প্রতিপক্ষ জনাব আলীকে (৬৫) নিয়ে বৈঠকে বসেন।
উভয়পক্ষের বক্তব্য শুনে দীর্ঘ ৪ ঘণ্টা পর বিকাল ৪ টার দিকে বিবাদের সমাধান হয়। এ সময় ভাইটকান্দি ইউপি চেয়ারম্যান আলা উদ্দিন আহমদ ও ভাইটকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী স্বপনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।ঘটনার বিষয়ে ফুলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, দীর্ঘদিনের কঠিন একটি বিষয় আমাদের দ্বারা সমাধান হওয়ায় বিট পুলিশের প্রতি লোকজনের আস্থা তৈরি হয়েছে। শুধু এটি নয় বরং বিগত ২০২২ সনে এ ধরনের দেড় শতাধিক জটিল ও কঠিন ঝগড়া বিবাদ আমরা মীমাংসা করেছি। থানা এলাকার আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি পুলিশের সেবাসমূহ জনগণের দোরগোড়ায় পৌঁছে দিচ্ছি। বিট পুলিশিংয়ের মাধ্যমে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।
বিডিপ্রতিদিন/কবিরুল