১ মার্চ, ২০২৩ ১৮:০৮

চাঁদপুরে জাটকা রক্ষায় সচেতনতামূলক সভা ও র‌্যালি

চাঁদপুর প্রতিনিধি


চাঁদপুরে জাটকা রক্ষায় সচেতনতামূলক সভা ও র‌্যালি

ইলিশের উৎপাদন বৃদ্ধির লক্ষে চাঁদপুরসহ দেশের ৫টি অভয়াশ্রম এলাকায় দুই মাসের জাটকা রক্ষা নিধন অভিযান শুরু হয়েছে। এই নিষেধাজ্ঞা আগামী ৩০ এপ্রিল পর্যন্ত চলবে। অভয়াশ্রম বাস্তবায়ন ও জাটকা রক্ষায় জেলেদের সচেতনতা বৃদ্ধির লক্ষে জনসচেতনতামূলক সভা ও নৌ র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার দুপুরে বড়স্টেশন মোলহেড এলাকায় এই সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক কামরুল হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চাঁদপুর নৌ-অঞ্চলের পুলিশ সুপার মো: কামরুজ্জামান, সদর উপজেলা চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান, জেলা মৎস্য কর্মকর্তা মো: গোলাম মেহেদী হাসান প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন, কোস্টগার্ড, নৌ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধিসহ জেলেরা। পরে পদ্মা-মেঘনা নদীতে একটি নৌ র‌্যালি বের করা হয়।

বিডি প্রতিদিন/এএ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর