৫ মার্চ, ২০২৩ ১০:০৯

বগুড়ায় জাতীয় যুব সংহতির কর্মী সম্মেলন

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়ায় জাতীয় যুব সংহতির কর্মী সম্মেলন

জাতীয় যুব সংহতি বগুড়া জেলা শাখার কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০৪ মার্চ) দুপুরে জেলা পরিষদ অডিটোরিয়ামে এ সম্মেলনের আয়োজন করা হয়। 

সংগঠনের বগুড়া জেলার আহ্বায়ক শাহিন মোস্তফা কামাল ফারুকের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া-২ (শিবগঞ্জ) আসানের সংসদ সদস্য ও জেলা জাতীয় পার্টির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শরিফুল ইসলাম জিন্নাহ। 

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জাতীয় পার্টির ভ্যানগার্ড হিসেবে জাতীয় যুব সংহতিকে এগিয়ে আসতে হবে। আসন্ন আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে এখন থেকেই জাতীয় যুব সংহতিকে তৃনমূল পর্যায়ে সংগঠনকে সুসংগঠিত করতে হবে। 

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের সংসদস্য সদস্য নূরুল ইসলাম তালুকদার, সাবেক সংসদ সদস্য  ও জেলা জাতীয় পার্টির সদস্য সচিব নূরুল ইসলাম ওমর। 

সম্মেলনের উদ্বোধকের বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য ও জাতীয় যুব সংহতি কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক এইচ এম শাহরিয়ার আসিফ, প্রধান বক্তার বক্তব্য রাখেন সদস্য সচিব লায়ন আহাদ ইউ চৌধুরী (শাহিন)। 

জাতীয় যুব সংহতি জেলার সদস্য সচিব হুসাইন শরিফ জয়ের সঞ্চালনায় কর্মী সম্মেলনে আরও বক্তব্য রাখেন যুব সংহতি কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম, হেলাল উদ্দিন, সদস্য মো. জিল্লুর রহমান, জাতীয় পার্টি কেন্দ্রীয় সদস্য সাজিদ রওশন ঈশান, জাতীয় যুব সংহতি কেন্দ্রীয় সদস্য মো. আব্দুল জলিলসহ প্রমুখ। 

অনুষ্ঠানের অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় ছাত্রসমাজ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি মারুফ ইসলাম তালুকদার প্রিন্স, যুব সংহতি নেতা আব্দুল্লাহ আল মামুন, মাহমুদুল হক শিপনসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ। 

সম্মেলন চলাকালীন সময়ে অতিথিবৃন্দের উপস্থিতে যুব সংহতি নেতাকর্মীদের মাঝে হট্টগোল শুরু হয়। পরে নেতাকর্মীরা পরিস্থতি শান্ত করেন। 

 

বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর