১৩ মার্চ, ২০২৩ ২০:৫৫

হাবিপ্রবিতে ‘সুশাসন প্রতিষ্ঠার নিমিত্তে অংশীজনের অংশগ্রহণ’ বিষয়ক সভা

দিনাজপুর প্রতিনিধি

হাবিপ্রবিতে ‘সুশাসন প্রতিষ্ঠার নিমিত্তে অংশীজনের অংশগ্রহণ’ বিষয়ক সভা

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ‘সুশাসন প্রতিষ্ঠার নিমিত্তে অংশীজনের অংশগ্রহণ’ বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (আইকিউএসি) এবং ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের আয়োজনে সোমবার দুপুরে আইকিউএসি কনফারেন্স রুমে সভাটি অনুষ্ঠিত হয়।

২০২২-২৩ অর্থবছরের জাতীয় শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের ২০২১ শিক্ষাবর্ষে ভর্তিকৃত সকল অনুষদের/বিভাগের ক্লাস প্রতিনিধিদের জন্য এই সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ও মুখ্য আলোচক ছিলেন হাবিপ্রবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. কামরুজ্জামান।

বিশেষ অতিথি ও আলোচক ছিলেন প্রক্টর প্রফেসর ড. মো. মামুনুর রশীদ, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক প্রফেসর ড. ইমরান পারভেজ, সভাপতিত্ব করেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মো. শাহ মইনুর রহমান। সভায় প্রক্টর এবং ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক র‌্যাগিং নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর