৬ এপ্রিল, ২০২৩ ১৫:৪০

ভৈরবে গাঁজাসহ গ্রেফতার ২

কিশোরগঞ্জ প্রতিনিধি:

ভৈরবে গাঁজাসহ গ্রেফতার ২

কিশোরগঞ্জের ভৈরব থেকে ৬১ কেজি গাঁজাসহ দুইজনকে গ্রেফতার করেছে র্যাব। বৃহস্পতিবার ভোরে অভিযানটি চালায় র্যাব-১৪ ভৈরব ক্যাম্পের একটি দল।

র্যাব সূত্র জানায়, বৃহস্পতিবার ভোরে র্যাবের দলটি ভৈরবের নাটালের মোড় এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় একটি ট্রাক তল্লাশি করে স্কচটেপে মোড়ানো ৩০টি বান্ডিলে ৬১ কেজি গাঁজা পাওয়া যায়। এ ঘটনায় গ্রেফতার করা হয় দুজনকে।

তারা হলেন- ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার মঈনপুর গ্রামের আবুল হোসেনের ছেলে রকিবুল হাসান রাকিব (২০) ও কালতা কোরাইশা গ্রামের আলাউদ্দিনের ছেলে পারভেজ (১৮)।

র্যাবের স্কোয়াড কমান্ডার মোহাম্মদ আক্কাছ আলী গ্রেফতার দুজনকে মাদক ব্যবসায়ী হিসেবে উল্লেখ করে জানান, তারা দীর্ঘদিন যাবত মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

এ ব্যাপারে ভৈরব থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে তাদেরকে পুলিশে সোপর্দ করা হয়।

বিডি প্রতিদিন/এএম

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর