মুন্সীগঞ্জ পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে হতদরিদ্র ১৬শ পরিবারকে এক মাসের খাদ্য সামগ্রী উপর দেয়া হয়েছে । এছাড়াও নগদ অর্থসহ ৬ শতাধিক মাদ্রাসা ছাত্রদের মাঝে ইসলামী পোষাক প্রদান করা হয়। শুক্রবার বিকালে জেলার টঙ্গিবাড়ী উপজেলার বেতকা চৌরামত এলাকায় এই খাদ্য সহায়তা প্রদান করা হয়। সহায়তার মধ্যে চাল, ডাল, তেল, চিনি, লবন, সেমাইসহ নিত্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়। পলাশ কর্পোরেশন ও তার পরিবারিক উদ্যোগে সহায়তা বিতরণে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-২ আসনের সংসদস সদস্য ও জাতীয় সংসদের সাবেক হুইপ অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমেলি।
পলাশ কর্পোরেশন চেয়ারম্যান সূরাইয়া বেগমের সভাপতিত্ব ও আশরাফ হোসেন বাদলের সঞ্চলনায় আরো উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ লুৎফর রহমান, টঙ্গিবাড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাফিজ আল আসাদ (বারেক), সাধারণ সম্পাদক আহসান কবির হাওলাদার উপজেলা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার কাজী আবদুল ওয়াহিদ, যুবলীগ নেতা রেজাউর রহমান ডিউক ও আতিকুর রহমান শিল্পী প্রমুখ।
বিডি প্রতিদিন/এএ