১৬ এপ্রিল, ২০২৩ ১৯:৫১

ঈদে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানজট হবে না: সড়ক পরিবহন সচিব

টাঙ্গাইল প্রতিনিধি

ঈদে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানজট হবে না: সড়ক পরিবহন সচিব

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী বলেন, ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে সিরাজগঞ্জ অংশে ২৮ টি পয়েন্ট করা হয়েছে। এছাড়াও টাঙ্গাইল অংশে চারটি সেক্টরে ভাগ করা হয়েছে। এ সব এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, পুলিশের মোবাইল টিম দায়িত্ব পালন করবে। এছাড়াও দুর্ঘটনা কবলিত যানবাহন তাৎক্ষণিক অপসারণের জন্য সিরাজগঞ্জে ছয়টি ও টাঙ্গাইলে ছয়টি রেকার প্রস্তুত করা হয়েছে। সব মিলিয়ে যানজট নিরসনে আমাদের প্রস্তুতি আছে। আশা করি এ বছর ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে কোনো যানজট হবে না। 

রবিবার দুপুরে টাঙ্গাইলে ঈদুল ফিতর উদযাপন উপলক্ষে সড়ক পথে যাত্রী সাধারণের যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্ন করা সংক্রান্ত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ঈদকে কেন্দ্র করে মহাসড়কে গাড়ির চাপ বেড়েছে। সোমবার যানজট নিরসনের মহাসড়কে মহড়া দেয়া হবে। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে আমরা সার্বক্ষণিক মাঠে দায়িত্ব পালন করবো। ফিটনেস ও রেজিষ্ট্রেশনবিহীন কোন প্রকার যানবাহন মহাসড়কে চলতে দেওয়া হবে না বলে তিনি জানান।

জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার, সড়ক ও জনপদ বিভাগের প্রধান প্রকৌশলী মো. ইসহাক।

জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দারের সভাপতিত্বে বক্তব্য রাখেন পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা খোন্দকার ফরহাদ আহমদ, টাঙ্গাইল গণপুর্তের নির্বাহী প্রকৌশলী মো. শহিদুল ইসলাম, টাঙ্গাইল পৌরসভার মেয়র এসএম সিরাজুল হক আলমগীর, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, বাসাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী অলিদ ইসলাম প্রমুখ।

এ সময় সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা পরিবহন মালিক ও শ্রমিক সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় ঈদকে কেন্দ্র করে মহাসড়কের কারণ ও প্রতিকার বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর