২৫ এপ্রিল, ২০২৩ ১৭:১৮

সখীপুরে চায়না জাল আগুনে পুড়িয়ে ধ্বংস

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

সখীপুরে চায়না জাল আগুনে পুড়িয়ে ধ্বংস

টাঙ্গাইলের সখীপুরে চায়না রিং চাই জাল জব্ধ করে আগুনে পুড়িয়ে দিলো উপজেলা মৎস কর্মকর্তা। মঙ্গলবার দুপুরে উপজেলার কাকড়াজান ইউনিয়নের রাখিল বিল থেকে ৮৭টি জাল জব্দ করে পুড়ানো হয়। যার আনুমানিক বাজার মূল্য প্রায় পাঁচ লক্ষ টাকা। এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে উপজেলা মৎস কর্মকর্তা সমীরণ কুমার সাহা।

জানা যায়, রাতের বেলায় বিলের পাড় দিয়ে চায়না রিং চাই নামের নিষিদ্ধ জাল পেতে মাছ ধরে আসছে এক ধরনের অসাধু মৎস শিকারীরা। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা মৎস কর্মকর্তা অভিযান চালিয়ে বিলের পাড় থেকে ৮৭টি জাল জব্দ করেন। জালের মালিক না পাওয়ায় ঘটনাস্থলেই জালগুলো পুড়িয়ে দিয়ে আসেন তিনি। 
উপজেলা মৎস্য কর্মকর্তা সমীরণ কুমার সাহা বলেন, খবর পেয়ে ঘটনা স্থলে গিয়ে চায়না জাল জব্দ করি, মালিক না পেয়ে তা পুড়িয়ে দিয়ে আসছি। এই উপজেলার দেশীয় প্রজাতির মাছ রক্ষা করতে এই অভিযান চলমান থাকবে। 
  
 বিডি প্রতিদিন/এএ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর