জলবায়ু পরিবর্তনে বাগেরহাটের উপকূলীয় মোংলা ও রামপাল উপজেলায় লবণাক্ত পানি সমস্যা নিয়ে অনুষ্ঠিত কর্মশালা ভুক্তভোগীরা তাদের শারীরিক সমস্যা বর্ণনা করে বলেন, আমরা পেট পুরে ভাত খেতে পারলেও পেট পুরে পানি পান করতে পারি না। শুধু তাই নয়, সুপেয় বা মিষ্টি পানি আমাদের জন্য দুরূহ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এই অবস্থা থেকে আমরা বাঁচতে চাই। বৃহস্পতিবার সকালে সেবা উন্নয়ন সংস্থার উদ্যেগে বাগেরহাটের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কর্মশালায় ভুক্তভোগীরা সরকারের কাছে সুপেয় পানির নিশ্চয়তার দাবি জানান।
বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাফিজ আল আসাদের সভাপতিত্বে কর্মশালায় জেলা প্রশাসক মোহামদ খালিদ হোসেন বাগেরহাটের মোংলা ও রামপাল উপজেলায় অতিরিক্ত লবনাক্ততায় ক্ষতিগ্রস্তদের জীবন মান উন্নয়নে সরকারের উদ্যোগের পাশাপাশি সকল উন্নয়ন সহযোগিদের এগিয়ে আসার আহবান জানান।
কর্মশালায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. রফিকুল ইসলাম, সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক এস এম রফিকুল ইসলাম, মানব উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক এ এস এম মঞ্জুরুল হাসান মিলন, দি এশিয়া ফাউন্ডেশনের প্রোগ্রাম ম্যানেজার মো. জাকারিয়া, সিনিয়র প্রোগ্রাম অফিসার আশিনুর রেজা এছাড়া জেলা এবং উপজেলা পর্যায়ের ৪০টির অধিক দপ্তরের প্রধান, ইউপি চেয়ারম্যান ও সাংবাদিকবৃন্দ বক্তব্য রাখেন।
বিডি প্রতিদিন/এএ